
প্রকাশিত: Sat, Jun 8, 2024 2:52 PM আপডেট: Tue, Apr 29, 2025 11:28 PM
দুদক দিয়ে মামলা করিয়ে এরপর পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন!
আমিনুল ইসলাম
প্রথম আলো অন-লাইনে খবরের শিরোনামÑ বেনজীর দেশে নেই। অল্পকথায় পুরো ব্যাপারটা বরং ব্যাখ্যা করে দিই। দেশটা কখনোই বেনজীর কিংবা বেনজীরদের ছিলো না। এরা অনেক আগেই ইউরোপ-আমেরিকার বেগমপাড়াকে নিজেদের দেশ বানিয়ে রেখেছে। বেনজীরের মতো দেশপ্রেমিক যারা এখনও কাজ করছে, তারাও একই পথের পথিক। এজন্য আপনি সঠিক শিক্ষা পান না। কারণ স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয় না। দরকারও নেই। কারণ উনাদের ছেলে-মেয়েদের এখানে পড়তে হয় না। এজন্য আপনি ঠিকমতো চিকিৎসা পান না।
হাসপাতালে হাসপাতালে ঘুরেও ফায়দা হয় না। কারণ উনারা তো আর দেশে চিকিৎসা করান না। এটাই বাংলাদেশ। এই দেশে যারা দেশপ্রেমিক। তাঁরা দেশটাকে কোটি কোটি টাকা বানানোর ব্যবসা ক্ষেত্র বানিয়ে রেখেছে। দেশটা কখনোই বেনজীরের ছিল না। সে বরং ব্যবসা শেষে নিজ ঠিকানা বেগমপাড়ায় ফেরত গিয়েছে। এখন যারা আছে, তাঁরাও ব্যবসা শেষ করে নিজের ঠিকানায় ফিরবে। ঠিকানা নেই আমার-আপনার। কারণ আমাদের আর কোথাও যাবার জায়গা নেই। তামাশা একেই বলে। দুদক দিয়ে মামলা করিয়ে এরপর পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। যাতে বিদেশিদের বলা যায়, আমরা তো ওর দুর্নীতির বিচার করার চেষ্টা করছি। সে পালিয়ে গেলে তো আমাদের কিছু করার নেই। ৩১-৫-২৪। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
